পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় সোমবার (১৫ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। তথ্য আবহাওয়া অফিসের।
বৈশাখের প্রথম দিনেই দেশের কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। মাঝে সামান্য বৃষ্টি বা কালবৈশাখী ঝড় হলেও তাতে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হবে না।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটি জেলায়—৪০ ডিগ্রি সেলসিয়াস, যা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত। এই সময় ঢাকার তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তিন দিন ধরেই ঢাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রির চেয়ে বেশি রয়েছে, যা মৃদু তাপপ্রবাহ হিসেবে বিবেচিত। আজ খুলনা ও রাজশাহী বিভাগেও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ রয়েছে।
খুলনা গেজেট/এইচ