খুলনা, বাংলাদেশ | ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্ট
  এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এ বছর দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ছেলে পরীক্ষার্থীর তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি।

সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে এরই মধ্যে কোচিং সেন্টার বন্ধ রাখা, প্রশ্নফাঁস, গুজব ঠেকাতে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারিসহ একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র সাত লাখ এক হাজার ৫৩৮ জন, ছাত্রী সাত লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাকেন্দ্রের সংখ্যা দুই হাজার ২৯১টি এবং প্রতিষ্ঠান সংখ্যা ১৮ হাজার ৮৪টি।

এবছর খুলনায় ভোকেশনাল, দাখিল ও এসএসসি সব মিলিয়ে এবারে ২৭ হাজার ৫শ’ ৯৭জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর ২৯ হাজার ৫শ’ ৪৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আর্থিক সংকটের কারণে পরীক্ষার্থী কমেছে। জেলায় ৮৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন গেল ১২ মার্চ পরীক্ষা পরিচালনা সংক্রান্ত সভায় ৩৭টি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তে বলা হয়েছে কোন পরীক্ষা কেন্দ্রে বাটন ফোন ছাড়া স্মাট ফোন ব্যবহার করা যাবে না। জেড পদ্ধতিতে পরীক্ষার্থীর আসন চুড়ান্ত করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে একটি করে মেডিকেল টিম থাকবে। এছাড়া কেন্দ্র সমূহে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। সাংবাদিকরা দল বেধে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। কেন্দ্র সচিবদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র সেড কোড এই গ্রুপে শেয়ার করা হবে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেড কোড মিলিয়ে নেবেন।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!