সংক্ষিপ্ত স্কোর-
ভারত (প্রথম ইনিংস)- ৩৭৬/১০ (৯১.২ ওভার) (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬) (হাসান ৫/৮৩, তাসকিন ৩/৫৫)
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১৪৯/১০ (৪৭.১ ওভার) (শান্ত ২০, সাকিব ৩২, লিটন ২২, মিরাজ ২৭)
ভারত (দ্বিতীয় ইনিংস)- ২২৫/৩ (৫৫ ওভার) (রোহিত ৫, জায়সাওয়াল ১০, গিল ৮৭*, কোহলি ১৭, পান্ত ১০৫*)
চেন্নাই টেস্টে দ্বিতীয় দিনেই পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। তৃতীয় দিন সকালেও সেটা অব্যাহত রাখে ভারত। দাপটের সঙ্গে নিয়ন্ত্রণ নিয়েই ব্যাটিং করছে তারা।
আগ্রাসী ব্যাটিংয়ে পান্তের সেঞ্চুরি-
মধ্যাহ্নভোজের পর আবারও সাকিবের ওপর চড়া হন পান্ত। একই ওভারে চার-ছক্কায় ১১ রান তুলে সেঞ্চুরির কাছে পৌঁছে যান তিনি। সাকিবের পরের ওভারেই সেঞ্চুরি পেয়ে যান পান্ত। ১২৪ বলে পাওয়া সেঞ্চুরিটি তার ক্যারিয়ারের ষষ্ঠতম সেঞ্চুরি।
পান্তের ক্যাচ মিসের আফসোস নিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ-
শুভমান গিল এবং ঋষভ পান্ত দুজনই তৃতীয় দিন সকাল থেকে আগ্রাসী ভঙ্গিমায় ব্যাটিং করতে থাকেন। দিন শুরুর আধা ঘণ্টার মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন গিল। মেহেদী হাসান মিরাজের একই ওভারে দুটি ছক্কা হাঁকিয়ে টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।
এই জুটি ভাঙতে সকাল থেকে একপ্রান্তে মেহেদী হাসান মিরাজ, আরেকপ্রান্তে পেস আক্রমণ চালান নাজমুল হোসেন শান্ত। কিন্তু কোনো সুযোগই তৈরি করতে পারেননি বাংলাদেশের বোলাররা।
হাফ সেঞ্চুরির পর আরও দেখেশুনে খেলেন গিল। সতর্ক হন পান্তও। তবে বাংলাদেশের বোলারদের কোনও দুজগ দেননি এই দুজন। দেখতে দেখতে হাফ সেঞ্চুরি পূরণ করেন পান্ত। ৮৮ বলে হাফ সেঞ্চুরি আদায় করেন এই বাঁহাতি উইকেটরক্ষক ব্যাটার।
টেস্ট ক্যারিয়ারে নিজের ১২তম হাফ সেঞ্চুরির মাধ্যমে এই ফরম্যাটে নিজের প্রত্যাবর্তন রাঙালেন পান্ত। দিনের ২৪তম ওভারে প্রথম বল হাতে নেন সাকিব আল হাসান। তাকে দেখে যেন মারমুখী হয়ে ওঠেন পান্ত-গিলরা।
চার দিয়ে সাকিবকে স্বাগত জানান পান্ত। হাসান মাহমুদের করা পরের ওভারে পান্তের চার-ছক্কায় ১৩ রান তোলে ভারত। পরের ওভারে (৪৯তম) পান্তের সহজ ক্যাচ মিস করেন নাজমুল হোসেন শান্ত। সাকিবকে স্লগ সুইপ করতে গিয়ে বল উপরে তুলে দেন পান্ত, লং অন থেকে দৌড়ে গিয়ে মিড উইকেটে সেটা লুফে নিতে ব্যর্থ হন বাংলাদেশের অধিনায়ক। ৭২ রানে বেঁচে যান পান্ত।
এই দুজনের গড়া জুটি শতরান পেরিয়েছে। প্রথম সেশনে হয়েছে ২৮ ওভার, বাংলাদেশ দিয়েছে ১২৪ রান। কোনও উইকেট যায়নি। এখন পর্যন্ত ৪৩২ রানে এগিয়ে ভারত।
খুলনা গেজেট/এনএম