বাগেরহাটের মোরেলগঞ্জে এক শ্রমিকের বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ জানুয়ারি) ভোররাতে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের খারইখালী গ্রামে ঘটনাটি ঘটেছে। বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানাগেছে, উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের শ্রমিক হাফিজ শিকদারের বসতবাড়িতে গভীর রাতে শত্রুতাবসত বসতঘর, রান্নাঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। শ্রমিক হাফিজ খুলনা রুপসা এলাকায় জাহাজে শ্রমিকের কাজ করেন। সে সুবাধে স্ত্রী, সন্তানেরা সেখানে থাকেন।
হাফিজের বড় ভাইয়ের স্ত্রী খাদিজা বেগম জানান, রাত ৩ টার দিকে ফোনে জানতে পারেন পুরাতন বাড়িতে হাফিজের ঘরটি আগুনে জ্বলছে। দৌড়ে গিয়ে দেখি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। ততক্ষনে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়। এতে বসতঘরে থাকা আসবাবপত্র, মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। ওই রাতেই চেয়ারম্যান ও ফাঁড়ি পুলিশকে জানানো হয়েছে। পারিবারিক জমিজমা বিরোধে শত্রুতাবসত বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে তারা ধারনা করছেন।
এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. সামছুদ্দীন বলেন, অগ্নিকান্ডের ঘটনা শুনে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভূক্তভোগীদের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে বিষয়টি দেখা হবে।
খুলনা গেজেট/এমএম