খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

আগুন লাগা ভবনে যেসব মন্ত্রণালয় রয়েছে

গেজেট ডেস্ক

ভয়াবহ অগ্নিকাণ্ডে সচিবালয়ের ৭ নম্বর ভবন। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অফিস রয়েছে। মধ্যরাতে লাগা আগুন সকাল নাগাদ জ্বলতে থাকায় এসব মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্রের পরিণতি কী হয়েছে তা বলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য বলছে, এই ভবনে অর্থসহ একাধিক বড় মন্ত্রণালয়ের অফিস রয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ১৯টি ইউনিট কাজ করছে বলে জানানো কয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টা ৫৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে বাড়িয়ে ১৯টি করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটের তথ্যমতে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!