খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

আকরামের বদলে রাজাকে কেন পিসিবি চেয়ারম্যান করলেন ইমরান খান?

ক্রীড়া প্রতিবেদক

পকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হতে পারতেন কিংবদন্তির বোলার ওয়াসিম আকরাম। এমনকি রামিজ রাজার নামের উপর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সিলমোহর দেয়ার আগে পিসিবির চেয়ারম্যান হওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন ওয়াসিম আকরাম। কিংবদন্তি পেসারের নামও পরবর্তী পিসিবি চেয়ারম্যান হিসেবে বিবেচনায় ছিল বলে জানা যাচ্ছে ওদেশের ক্রিকেট বোর্ড সূত্রে।
কিন্তু তা হলো না।

পিসিবির এক সূত্র এ প্রসঙ্গে জানায়, ‘এটা সত্যি যে, ওয়াসিম আকরামের নাম পিসিবি চেয়ারম্যানের পদে বিবেচনা করা হচ্ছিল। ওয়াসিম নিজেও আগ্রহ প্রকাশ করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হওয়ার। তবে প্রধানমন্ত্রী ইমরান খান জানান, রামিজ রাজাকে বেছে নেয়াই যথাযথ হবে, যেহেতু তিনি অতীতের কোনো বোঝা বয়ে বেড়াবেন না।’

আসলে অতীতে ওয়াসিম আকরামের বিরুদ্ধে ওঠা ম্যাচ গড়াপেটার অভিযোগই এক্ষেত্রে তার পিসিবি চেয়ারম্যান হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। ৯০-এর দশকের পাকিস্তান ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা গড়াপেটার অভিযোগের কেন্দ্রে ছিল আকরামের নাম। ২০০০ সালে গড়াপেটার তদন্তকারী কমিটির সঙ্গে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে আকরামের বিরুদ্ধে।

আকরাম আপাতত পিসিবির ক্রিকেট কমিটির অন্যতম সদস্য। সেইসাথে তিনি পিএসএলে করাচি কিংস ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকাও পালন করছেন। তিনি এই মুহূর্তে স্ত্রী ও কন্যার সাথে অস্ট্রেলিয়ায় রয়েছেন।

চেয়ারম্যান হচ্ছেন রমিজ রাজাই
আগে থেকেই জল্পনা ছিল। শেষ পর্যন্ত সব জল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে চলেছেন রমিজ রাজাই। এহসান মানির জায়গায় পিসিবি-র চেয়ারম্যান হচ্ছেন সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রামিজ রাজা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যাট্রন-ইন-চিফ পদে রয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি একেবারেই চাননি, বর্তমান চেয়ারম্যান এহসান মানি চলতি মাসের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরই পিসিবির চেয়ারম্যান পদে থেকে যান। অন্য একটি সূত্র আবার জানিয়েছেন, এহসান মানি শারীরিক অসুস্থতার কারণেই চেয়ারম্যান পদে থাকতে আর রাজি হননি। তবে শেষ পর্যন্ত ইমরান খানের পরামর্শ মেনেই কিন্তু চেয়ারম্যান পদের পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার অর্থাৎ ২৩ অগস্ট বিকেলে রমিজ রাজা এবং এহসান মানি দুজনেই প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। বৈঠকের পর রমিজ রাজা জানিয়েছিলেন, ‘আমি আমার পরিকল্পনার কথা তাকে (ইমরান খান) জানিয়েছি। উনি আমাকে ফোন করবেন বলেছেন।’ পুরো সিদ্ধান্তটাই নির্ভর করছিল প্রধানমন্ত্রীর উপর। তিন দিন পর শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা গেল।

রমিজ রাজা জানিয়েছে, তিনি এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। সাবেক তারকা ক্রিকেটার বলেছেন, ‘আমার লক্ষ্য হবে, পাকিস্তান ক্রিকেটের উন্নতি করা।’ রমিজ রাজা এর আগে পিসিবির প্রধান এক্সিকিউটিভ অফিসার ছিলেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!