খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আওয়ামী লীগ নেতারা চান খালি মাঠে ওয়াকওভার : ফখরুল

গেজেট ডেস্ক

ক্ষমতাসীন আওয়ামী লীগের বিরুদ্ধে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে বিরোধী দলগুলোকে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা চান খালি মাঠে ওয়াকওভার।

নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানের নেতা সাইফুদ্দিন আহমেদ মণির মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘নির্বাচনী ব্যবস্থা সঠিকভাবে করার জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে। ভোট দিতে পারব কি পারব না তার জন্য লড়াই করতে হচ্ছে। আমার ভোট আমি দিতে পারব কি না তার জন্য লড়াই করতে হচ্ছে। কী দুর্ভাগ্য আমাদের, এমনভাবে কথা-বার্তা আসে আওয়ামী লীগের নেতাদের মধ্য থেকে যে, মনে হয় এটা তাদের পৈত্রিক সম্পত্তি এবং এটা একজনেরই সম্পত্তি।’

তিনি বলেন, ‘এখন আওয়ামী লীগের যে বক্তব্য, তাতে ওই কথাই প্রধান হয়ে উঠে আসে—আরে এটা তো আমার সম্পত্তি, তুমি আবার এর মধ্যে কোত্থেকে নাক গলাও! এই জিনিসটা এসে গেছে তাদের মধ্যে।’

গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যের জের ধরে ফখরুল বলেন, ‘উনি আমাদের শেষ বার্তা দিয়ে দিয়েছেন আগামী নির্বাচনকালীন সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা এবং আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসবেন। সেটাই যদি মনে করেন, উনি নির্বাচিত হয়ে আসবেন তাহলে তো নির্বাচনের প্রয়োজনই নেই! কোনো দরকার নেই তো!

‘ওটাই উনারা চাচ্ছেন; এই যে আমাদের নির্বাচন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছেন। বিরোধী দলগুলোকে যে নির্বাচনে আসতে দিতে চাচ্ছেন না তার একটাই কারণ—তারা চান খালি মাঠে ওয়াকওভার। সেই জন্য ওবায়দুল কাদের সাহেবরা প্রাণপণ চিৎকার করে একটাই কথা বলতে শুরু করেছেন যে, এটা থাকবে এবং এটাই হচ্ছে শেষ বার্তা,’ বলেন বিএনপি মহাসচিব।

তিনি আরও বলেন, ‘আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা যে কথাটা বলছেন এটা কি জনগণের কথা? জনগণের কথা নয়। জনগণের ভাষাও আপনারা কোনোদিন বুঝতে চেষ্টা করেননি।’

ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি দল, যারা সব সময়ই জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। এরা নির্বাচনের আগে মানুষকে সুন্দর সুন্দর কথা বলে। এমন মন ভোলানো কথা বলে যে মানুষ একেবারে আকৃষ্ট হয়ে যায় এবং তার পরে তারা একটা সিদ্ধান্ত নেয়। দুর্ভাগ্য হচ্ছে যে, নির্বাচনের পরে পরেই ওই মানুষগুলোই আবার গান গায়—আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না।’

একমাত্র আওয়ামী লীগের কারণে নির্বাচনী ব্যবস্থা ঠিক করা যাচ্ছে না বলেও এ সময় মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘এ দেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চারটা নির্বাচন হয়েছে। এগুলো জনগণের কাছে গ্রহণযোগ্য হয়েছে। আওয়ামী লীগ জানে যে, সুষ্ঠু-অবাধ নির্বাচন হলে, জনগণ ভোট দিতে পারলে সে ক্ষমতায় থাকতে পারবে না, আসতে পারবে না। সেই কারণেই লেগে আছে, সংবিধানের মধ্যে নির্বাচন করতে হবে। সংবিধান তো আপনারা পরিবর্তন করেছেন! পরিবর্তন করেছেন প্রতারণা করে।’

আওয়ামী লীগ কেন জোর করে বসে আছে এভাবেই নির্বাচন হতে হবে ব্যাখ্যা করে ফখরুল বলেন, ‘কারণ ওরা জানে নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয় তাহলে তারা ক্ষমতায় আসতে পারবেন না। ক্ষমতায় আসতে না পারলে তাদের যে সমস্যা; তারা বহু চুরি করেছে, লুটপাট করেছে, দেশকে শেষ করে দিয়েছে একেবারে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!