যশোরের চৌগাছায় আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত বিএনপি কর্মী শওকত আলী (৩৫) মারা গেছেন। তিনি পুড়াপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। ঢাকার একটি বে সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ অক্টোবর) সকালে তিনি মারা যান। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ এলাকায় শােকের ছাঁয়া নেমে এসেছে। শওকতের হত্যাকারীদের অবিলম্বে আটক করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমানের ভাইপাে শওকত আলীকে মঙ্গলবার বিকালে ইউনিয়ন যুবলীগের সভাপতি মাদক সম্রাট কামাল মেম্বরের নেতৃত্বে ১০/১২ জন আওয়ামী সন্ত্রাসী লােহার রড, হাঁতুড়ি ও কাঠের লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। স্বজনরা উদ্ধার করে প্রথম চৌগাছা হাসপাতালে নিলে তাকে দ্রুত রেফার করেন যশাের সদর হাসপাতালে। সেখানে স্বাস্থের উন্নতি না হলে রাতেই নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আইসিইউ খালি না থাকায় পাশেই একটি বে সরকারী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনি মারা যান।
নিহতের চাচা মিজানুর রহমান জানান, অত্যান্ত নিরিহ প্রকৃতির একটি ছেলে শওকত আলী। অভাবের সংসারে সে কাজ ছাড়া কিছুই বােঝে না। তার মৃত্যুতে স্ত্রী ও তিনটি সন্তান চরম অসহায় হয়ে পড়লাে। এ রিপাের্ট লেখা পর্যন্ত মরাদেহ ঢাকায় ছিলাে বাড়িতে আনার প্রক্রিয়া চলছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের চাচা মিজানুর রহমান বাদি হয়ে মঙ্গলবারই একটি মামলা করেন ওই মামলাকে আজ হত্যা মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। আসামিদের আটকে থানা পুলিশ তৎপর আছে।
খুলনা গেজেট/এএজে