খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে বরদাস্ত করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

গেজেট ডেস্ক

আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ লোক জড়ো করুক আর যাই করুক আমি আপনাদের কাছে অনুরোধ করি, এমন কিছু করবেন না যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের জনগণ এখনো আপনাদেরকে গ্রহণ করতে আসেনি।’

সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর সিএমএইচ হাসপাতাল পরিদর্শনের সময় এসব বলেন তিনি। এ সময় আন্দোলনে হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

আওয়ামী লীগের উদ্দেশে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করুন। এ পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা অস্বীকার করতে পারিনা। তারা পলিটিকাল পার্টির মতো যেন থাকে। যখন নির্বাচন আসে তখন নির্বাচনে প্রতিযোগিতা করুন। জনগণ চাইলে নির্বাচনে যাবেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে। তাই তারা দল গোছাতে পারে। তবে প্রতিবিপ্লবের স্বপ্ন দেখলে হাজার হাজার মানুষের রক্ত ঝরবে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের বিষয়ে তিনি বলেন, ‘আন্দোলনে প্রাণহানির ঘটনা তদন্তে আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী ১৯ আগস্টের মধ্যে লুট করা অস্ত্র থানায় জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এর পর কারও কাছে এসব অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!