খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩

আইসিসির দশক সেরা খেলোয়াড় তালিকায় নেই কোন বাংলাদেশী

ক্রীড়া প্রতিবেদক

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রতি বছরই বর্ষসেরা ক্রিকেটারের নাম প্রকাশ করে। আইসিসি এবার খুঁজছে বিগত দশকের সেরা খেলোয়াড়। প্রথমবারের মত দশক সেরা খেলোয়াড়ের খেতাব দেওয়ার আয়োজন করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এজন্য মনোনীত খেলোয়াড়দের তালিকাও প্রকাশ পেয়েছে। মোট পাঁচটি ক্যাটাগরিতে পুরুষ ক্রিকেটারদের মনোনীত করেছে আইসিসি। নারীদের জন্যও রয়েছে পৃথক ক্যাটাগরি। পুরুষ ও যৌথ ক্যাটাগরির সবগুলোতেই স্থান পেয়েছেন বিরাট কোহলি।

যদিও বাংলাদেশের কেউ কোনো ক্যাটাগরিতেই স্থান পাননি। দশক সেরা ক্রিকেটারদের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন প্রায় পাঁচ বছর আগে ক্রিকেটকে বিদায় বলা ‍কুমার সাঙ্গাকারা। সেই তালিকায় আছেন ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেয়া এবি ডি ভিলিয়ার্সও। এছাড়া ওই তালিকায় জায়গা পেয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

পুরুষ এবং নারী ক্রিকেটারদের মোট ১০ টি ক্যাটাগরিতে পুরস্কৃত করবে আইসিসি। যেখানে “আইসিসি দশক সেরা পুরুষ খেলোয়াড়”, “আইসিসি দশক সেরা পুরুষ টেস্ট খেলোয়াড়, “আইসিসি দশক সেরা পুরুষ ওয়ানডে খেলোয়াড়”, “আইসিসি দশক সেরা পুরুষ টি-টুয়েন্টি খেলোয়াড়” এবং “স্পিরিট অব দ্যা ক্রিকেট এওয়ার্ড অব দ্যা ডিকেড” সহ মোট পাঁচ ক্যাটাগরিতেই জায়গা করে নিয়েছেন কোহলি।

একনজরে মনোনীতরা : দশক সেরা ক্রিকেটার : বিরাট কোহলি ও রবিচন্দ্রন অশ্বিন (ভারত), জো রুট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি’ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) এবং কুমার সাঙ্গকারা (শ্রীলঙ্কা)৷

দশক সেরা টেস্ট ক্রিকেটার : বিরাট কোহলি (ভারত), জো রুট ও জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) ও ইয়াসির শাহ (পাকিস্তান)৷

দশক সেরা ওয়ানডে ক্রিকেটার : বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা (ভারত), কুমার সাঙ্গাকারা ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) এবং এবি ডি’ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)৷

দশক সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার : বিরাট কোহলি ও রোহিত শর্মা (ভারত), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) এবং রশিদ খান (আফগানিস্তান)৷

আইসিসি স্পিরিট অব ক্রিকেট পুরস্কার : বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, ব্রেন্ডন ম্যাককালাম, মিসবাহ-উল-হক, মহেন্দ্র সিং ধোনি, আনয়া শ্রুবসোল, ক্যাথেরিন ব্রান্ট, মাহেলা জয়াবর্ধনে, ড্যানিয়েল ভেট্টোরি।

খুলনা গেজেট্এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!