টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ পারফরম্যান্সের সুবাদে আইসিসি র্যাংকিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। যদিও টাইগাররা এখনও ১০ নম্বরেই অবস্থান করছে। এদিকে বাংলাদেশের কাছে সিরিজ হেরে অবনমন ঘটেছে অস্ট্রেলিয়ার।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে জিতে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ২৩৪। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২২। অর্থাৎ, এই সিরিজ জয়ে রেটিং বেড়েছে ১২ পয়েন্ট।
বাংলাদেশের সমান রেটিং পয়েন্ট ওয়েস্ট ইন্ডিজেরও, তবে দশমিকের ব্যবধানে এগিয়ে থাকায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা অবস্থান করছে নবম স্থানে।
বাংলাদেশ সফরে আসার আগে ৫ম স্থানে থাকা অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে সিরিজ হেরে এক ধাপ অবনমিত হয়ে ষষ্ঠ থামে নেমেছে। দলটির রেটিং পয়েন্ট বর্তমানে ২৪০। পঞ্চম স্থানে উত্থিত হয়েছে দক্ষিণ আফ্রিকা।
র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড। এছাড়া ভারত দ্বিতীয়, নিউজিল্যান্ড তৃতীয়, পাকিস্তান চতুর্থ স্থানে অবস্থান করছে।
একনজরে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিং
অবস্থান দল রেটিং
১ম ইংল্যান্ড ২৭৮
২য় ভারত ২৭৩
৩য় নিউজিল্যান্ড ২৬৩
৪র্থ পাকিস্তান ২৬১
৫ম দক্ষিণ আফ্রিকা ২৪৬
৬ষ্ঠ অস্ট্রেলিয়া ২৪০
৭ম আফগানিস্তান ২৩৬
৮ম শ্রীলঙ্কা ২৩৫
৯ম ওয়েস্ট ইন্ডিজ ২৩৪
১০ম বাংলাদেশ ২৩৪
খুলনা গেজেট/ টি আই