মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আইভি রহমান একজন কর্মীবান্ধব দক্ষ নেত্রী ছিলেন। তার সুদক্ষ নেতৃত্বে মহিলা আওয়ামী লীগ আজ সুসংগঠিত ও শক্তিশালী। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তার নেতৃত্বে নারী নেতৃত্ব বেরিয়ে এসেছে। যার ফলশ্রুতিতে দেশ পরিচালনায় আজ নারীরা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে। এসব নারীরা দেশের উন্নয়নের অবদান রাখছে। তাই, আইভি রহমানের মতো বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকল নারীদের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে রক্তাক্ত ২১ আগস্ট গ্রেনেড হামলায় শাহাদাৎ বরণকারী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কাজী এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, নুর ইসলাম বন্দ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যা. আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, এ্যাড. অলোকা নন্দা দাস, হালিমা রহমান, শেখ মো. ফারুক হাসান হিটলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম প্রমূখ।
আলোচনা সভা শেষে আইভি রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ আব্দুর রহীম ও হাফেজ মাওলানা আবু সাহেদ।
খুলনা গেজেট/ টি আই