খুলনা, বাংলাদেশ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি
  ঘাটতির মধ্যেও স্বাস্থ্যসেবায় ২৫ শতাংশ উন্নতি সম্ভব : প্রধান উপদেষ্টা
  জুলাই-আগস্টে যত মানুষ হত্যা হয়েছে সব দায় শেখ হাসিনার : চিফ প্রসিকিউটর

আইপিএলের নতুন সূচি প্রস্তুত, বাতিল হচ্ছে একাধিক ভেন্যু

ক্রীড়া প্রতিবেদক

সামরিক সংঘাত থামিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দু’দিন আগে। ফলে স্থগিত হওয়া ভারতীয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএলও নতুন করে মাঠে গড়াতে যাচ্ছে। ইতোমধ্যে নতুন করে তিনটি নতুন সূচি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। চূড়ান্ত সিদ্ধান্তের পর আজ (সোমবার) সন্ধ্যা নাগাদ আইপিএল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সূচি ঘোষণা করতে পারে।

এক প্রতিবেদনে ক্রিকবাজ উল্লেখ করেছে— লিগপর্ব, প্লে-অফ মিলিয়ে আর ১৬টি ম্যাচ বাকি। এজন্য বিসিসিআই ম্যানেজমেন্ট সম্ভাব্য তিনটি সূচি প্রস্তুত রেখেছে। যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ দিনের শেষদিকে। বিকেলে সভায় বসবে আইপিএল গভর্নিং কাউন্সিল। প্রস্তুতকৃত তিনটি সূচির একটিতে রয়েছে সচরাচর মেনে চলা আইপিএলের হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট। যদিও সেখানে ভেন্যুর তালিকা থেকে ধর্মশালাকে বাদ দেওয়া হয়েছে।

এ ছাড়া বাকি দুটি প্রস্তাবিত সূচিতেও বাদ কমানো হয়েছে ভেন্যুর সংখ্যা। টুর্নামেন্ট কর্তৃপক্ষের ভাবনা আইপিএলের বাকি অংশ দেশের দক্ষিণাঞ্চল, অর্থাৎ হায়দরাবাদ, বেঙ্গালুরু ও চেন্নাইয়ে আয়োজনের। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও, এখনও পুরোপুরি পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিসিসিআই এমন পরিকল্পনায় আগাচ্ছে বলে আগেই খবর প্রকাশিত হয়েছিল। যা নিয়ে উল্লেখ্য তিন প্রদেশের ক্রিকেট সংস্থার সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, তাদের সঙ্গে এখনও বিসিসিআই থেকে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

আইপিএল নিয়ে গভর্নিং কাউন্সিল ও বিসিসিআইয়ের নতুন পরিকল্পনার চূড়ান্ত হবে আগামী কয়েক ঘণ্টার মধ্যে। সে কারণে এই মুহূর্তে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পায়নি বলে উল্লেখ করেছে ক্রিকবাজ। তবে গতকালই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া বিসিসিআইয়ের বার্তায় ইঙ্গিত মিলেছে শিগগিরই নতুন সূচি সামনে আসছে। ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের খবরে জানিয়েছে, আজকের মধ্যে সকল বিদেশি খেলোয়াড়কে ভারতে ফিরিয়ে আনার জন্য বার্তা দিয়েছে বিসিসিআই। এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত থাকার কারণে ফাইনালও পিছিয়ে যাচ্ছে। ২৫ মে’র বদলে ৩০ মে হতে পারে ফাইনাল। আর নতুন করে আইপিএল শুরু হতে পারে ১৬ বা ১৭ মে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, এখনও ঝুঁকি থেকে যাওয়ায় পুরো দেশে আইপিএল আয়োজনের পথে হাঁটতে চাচ্ছে না বিসিসিআই। একইসঙ্গে লজিস্টিক্যাল এবং ব্যবস্থাপনাগত সকল আয়োজনও তারা আরও গুটিয়ে আনতে চায়। গুঞ্জন রয়েছে কলকাতা থেকে ফাইনাল সরিয়ে নতুন ভেন্যু চূড়ান্ত করা হতে পারে। অন্যদিকে, যে ম্যাচ দিয়ে আইপিএল স্থগিত হয়েছিল, সেই পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ আবারও আয়োজনের কথা বলা হলেও এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা শঙ্কায় ৮ মে ধর্মশালার ম্যাচটি স্থগিত করা হয়েছিল। পরদিন স্থগিত করা হয় পুরো টুর্নামেন্ট।

আরেক সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ‘আমরা সব স্টেকহোল্ডারকে পুনরায় খেলা শুরুর বিষয়ে অবহিত করেছি এবং দলগুলো তাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ফিরিয়ে আনছে। একানা (লখনৌ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের ভেন্যু) ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং লখনৌ ১৩ মে’র মধ্যে তাদের সকল ক্রিকেটারদের একত্রিত করবে।’

এর বাইরে ইতোমধ্যে ভারত থেকে নিজ দেশে ফিরে যাওয়া বিদেশি ক্রিকেটার সবাইকে পাওয়া নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার লাল বলের ক্রিকেটাররা কয়েকদিন পর টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরু করবে। তাই স্বল্প সময়ের জন্য তাদের ভারতে আসার সম্ভাবনা কম। তেমনটা ঘটলে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল মার্শ ও মিচেল স্টার্কদের আর চলতি আসরে না–ও দেখা যেতে পারে। তবে বিসিসিআইয়ের আশা পূর্ব প্রতিশ্রুতি পূরণ করতে বিদেশি তারকারা যথাসম্ভব আইপিএলের স্কোয়াডে যোগ দেবেন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!