খুলনা, বাংলাদেশ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : আপিল বিভাগে ফের শুনানি ২৬ মে

আইপিএলে মুস্তাফিজ মাঠে নামছেন কবে!

ক্রীড়া প্রতিবেদক

আচমকা এক খবরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যেন নড়েচড়ে বসেছেন। আইপিএলের শেষ দিকে এসে দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। যদিও একই সময়ে বাংলাদেশের সিরিজ থাকায় বিসিবি থেকে এনওসি বা ছাড়পত্র পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আইপিএলের সর্বশেষ নিলামে দল পাননি কোনো বাংলাদেশি ক্রিকেটার। শেষ কয়েক আসরে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমানও ছিলেন অবিক্রিত। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দলের সঙ্গে মিরপুরে অনুশীলন ক্যাম্প করেছেন মুস্তাফিজ। গতকাল দলের সঙ্গে আরব আমিরাতে চলেও গেছেন। টাইগার পেসারের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা নির্ভর করছে বিসিবির ওপর।

আগামী ১৭ ও ১৯ মে শারজাহতে স্বাগতিক দলের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তান সিরিজ খেলতে দেশটিতে যাওয়ার কথা থাকলেও সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে সফরটি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ধারণা করা হচ্ছে, আমিরাত সিরিজ খেলেই ভারতের বিমান ধরতে পারেন মুস্তাফিজ। অবশ্য বিসিবি মনে করলে আগেও ছাড়পত্র দিতে পারে। যেহেতু পেস ইউনিটে বিকল্প অপশন থাকছে। গতকাল পর্যন্ত খবর, এখনো এনওসির জন্য আবেদন করেননি মুস্তাফিজ।

ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে এক সপ্তাহের জন্য আইপিএল বন্ধ হওয়ার পর বেশিরভাগ বিদেশি ক্রিকেটারই যার যার দেশে ফিরে গেছেন। দিল্লি জানিয়েছে, অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাগার্ক ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে আর খেলবেন না বলায় তার জায়গায় মুস্তাফিজকে নেওয়া হয়েছে। এর আগেও দুই আসরে দিল্লির হয়ে খেলেছেন ফিজ। ২০২২ ও ২০২৩ আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মোট ৯ উইকেট নিয়েছিলেন তিনি।

অনাপত্তিপত্র পেলেও আইপিএলে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজ। গ্রুপপর্বে দিল্লি ক্যাপিটালসের ম্যাচই বাকি তিনটি। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা। চারে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে আছে। লিগ পর্বে দিল্লির শেষ তিনটি ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। অবশ্য প্লে-অফে উঠতে পারলে ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে।

দিল্লির লিগ পর্বের বাকি অংশের সূচি
১৮ মে, রাত ৮টা – দিল্লি বনাম গুজরাট টাইটান্স, দিল্লি
২১ মে, রাত ৮টা -মুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি, মুম্বাই
২৪ মে, রাত ৮টা- পাঞ্জাব কিংস বনাম দিল্লি, জয়পুর

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!