যশোরে অস্ত্র মামলায় এক আসামির ১০বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (০৪ অক্টোবর) যুগ্ম জেলা ও দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত রাশেদুল হাসান রাহুল শহরের চাঁচড়া চেকপোস্ট পশ্চিমপাড়ার নাজিম উদ্দিনের ছেলে।
এছাড়া, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে দু’জনকে অব্যাহতির আদেশ দেয়া হয়েছে। তারা হলেন, একই এলাকার রমজান আলীর ছেলে চমন ও মতিয়ারের ছেলে পিকুল। আদালতের এপিপি ভীম সেন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৯ জুন ভোরে কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ তিনজনকে আটক করে। এরমধ্যে আটক রাহুলের কাছ থেকে পুলিশ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। অপর দুই আসামির বাড়ি থেকে একটি করে দুটি চাকু উদ্ধার হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই সাব্বিরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। ২০১৩ সালের ১২ জুলাই আসামিদের বিরুদ্ধে চার্জশিট জমা দেন তদন্ত কর্মকর্তা এসআই ফারুক হোসেন। সোমবার বিচারক এ মামলার রায় ঘোষণার দিনে আসামি রাশেদুল হাসান রাহুলকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এসময় অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেন।
রায় প্রদানকালে আসামি চমন ও পিকুল আদালতে হাজির থাকলেও রাহুল পলাতক রয়েছে। দন্ডিত রাহুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
খুলনা গেজেট/এমএম