খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

অস্ট্রেলিয়ান ওপেনে ‘হ্যাটট্রিক’ চ্যাম্পিয়ন জোকোভিচ

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ান ওপেনে নোভাক জোকোভিচের রাজ্যে হানা দিতে পারলেন না রাশিয়ান দানিল মেদভেদেভ। প্রথম সেটে কিছুটা প্রতিরোধ গড়লেও পরের দুই সেটে সার্বিয়ান টেনিস কিংবদন্তির কাছে পাত্তাই পেলেন না তিনি।

আজ (রোববার) রড লেভার এরেনায় ছেলেদের এককে শীর্ষ বাছাই জোকোভিচ ৭-৫, ৬-২, ৬-২ সরাসরি সেটে হারিয়েছেন মেদভেদেভকে। এটি অস্ট্রেলিয়ান ওপেনে তার টানা তৃতীয় এবং সবমিলিয়ে নবম শিরোপা জয়।

মেলবোর্ন পার্কে এর আগে কখনই ফাইনালে হারেননি ৩৩ ব্ছর বয়সী জোকোভিচ। সেই রেকর্ড অক্ষুণ্ন রাখলেন এবারও। অথচ তৃতীয় রাউন্ড থেকে চোট নিয়ে খেলেছেন এই টেনিস কিংবদন্তি।

ক্যারিয়ারের ১৮তম গ্র্যান্ডস্লাম জিতে ছেলেদের রেকর্ড ২০ বারের গ্র্যান্ডস্লামজয়ী রজার ফেদেরার এবং রাফায়েল নাদালের বেশ কাছেই চলে আসলেন এই সার্ব। ফেদেরার আগেই অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন। নাদাল ছিটকে পড়েন কোয়ার্টার ফাইনাল থেকেই।

এবারের হারসহ ২৫ বছর বয়সী মেদভেদেভ তার জীবনের দুটি গ্র্যান্ডস্লাম ফাইনালেই হারলেন। ফাইনালে সহজ জয়ের পর ট্রফি হাতে নিয়ে জোকোভিচ বলেন, ‘প্রতি বছরই আপনাদের প্রতি আমার ভালোবাসা ক্রমান্বয়ে বাড়ছে। এই ভালোবাসা চলবেই।’

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!