প্রিয় ,
কতদিন হয়ে গেল তোমাকে লিখিনা। শেষ কবে সেই কার্তিক এর শেষে আমার ঠিকানায় বার্তা পাঠিয়েছিলে। বলে ছিলে তোমাকে যেন লিখি। যেখানে প্রতিটা শব্দ জুড়ে থাকবে কিছু ভালোবাসার কথা,কিছু অভিমানের কান্নায় নয়ন ভাসার কথা। তোমায় ছাড়া বাদল দিনে একলা থাকার সেই সময়ের কথা। জানতে চেয়েছো একলা দিনে, একলা রাতের শেষে এখনো তোমায় মিস করি কিনা, তোমাকে এখনো ভালোবাসি কিনা। আমায় নিয়ে আরো কত অভিযোগ, অভিমান।শুনো চন্দ্রলিকা, এখনো আমি তোমার জন্য নিয়ম করে লিখি ডায়রির পাতায় কিংবা হৃদয়ের খাতায় । কথার পিঠে কথা জমে কতশত চিঠির পাহাড় জমা হয়েছে তা কেবল আমার ডায়রীর ছেড়া পাতা আর এই ভাঙ্গা হৃদয় জানে। জানো আমার না আজকাল রাত জাগা হয়না। এখন আর গহীন রাতে তুমি আসো না,আগের মতো একা বিকেলে আমায় আর ডাকো না। তোমায় ভেবে আমার এখন মন খারাপ হয়না। আচ্ছা ধরে নিলাম এসবই মিথ্যে, তবে আমি যে এখনো তোমায় *ভালোবাসি এওকি মিথ্যে ?
ইতি,
আরফাত রহমান ( আরু )
খুলনা গেজেট /এএজে