কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর ছেলে নিকোলাস পেট্রোকে অর্থপাচার এবং অবৈধ সম্পদ অর্জনের মামলার তদন্তের অংশ হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শনিবার এ তথ্য জানিয়েছে।
নিকোলাস পেট্রো আটলান্টিকো প্রদেশের রাজনীতিবিদ। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রেসিডেন্টের শান্তি প্রক্রিয়ায় মাদকপাচারকারীদের অন্তর্ভুক্ত করার বিনিময়ে অর্থ নিয়েছিলেন। মার্চ মাসে এ অভিযোগ ওঠার পর তিনি একে ভিত্তিহীন বলে দাবি করেছিলেন।
অর্থপাচার এবং ব্যক্তিগত তথ্য ফাঁসের অভিযোগে নিকোলাসের প্রাক্তন স্ত্রী ডেসুরিস ডেল কারমেন ভাসকেজকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি চলতি বছরের শুরুতে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তি নিকোলাসকে তার বাবার প্রচারণার জন্য অর্থ দিয়েছিল।
এ ঘটনায় প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো টুইটারে (বর্তমানে এক্স) দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘আমার ছেলের জন্য আমি সৌভাগ্য ও শক্তি কামনা করি। এই ঘটনাগুলো যেন তার চরিত্র গঠন করে এবং সে যেন তার নিজের ভুল ধরতে পারে। আমি অ্যাটর্নি জেনারেলকে নিশ্চিত করেছি যে, আমি তার সিদ্ধান্তে হস্তক্ষেপ করব না বা চাপ দেব না, যাতে আইন অবাধে প্রক্রিয়াটি পরিচালনা করতে পারে।’
খুলনা গজেটে/ বএিম শহদি