অর্গানিক ফুড এক্টিভিটিস রাইজিং ইয়োথ অ্যাওয়ার্ড পেলেন খুলনা জেলার ফুলতলার সলিডহানির পরিচালক মো: হাসানুল বান্না। বেকারত্ব দূরীকরণ, মধু উৎপাদন এবং বেকারত্ব দূরীকরণে প্রশিক্ষক হিসেবে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে অবদান রাখার স্বীকৃতস্বরুপ এ সম্মননা। গত শনিবার ইয়োথ গ্লোবাল ফাউন্ডেশন এর আয়োজনে রাজধানীর কৃষিবীদ ইন্সটিটিউট অব বাংলাদেশের কনভেনশন হলে অনুষ্টিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. মোহাম্মাদ হাছান মাহমুদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অ্যাওয়ার্ড প্রদান করেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দের মধ্যে ছিলেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু’র সহধর্মিণী ইয়ূথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সীমা হামিদ, হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বাপেক্সের পরিচালক সুফী ফারুক, ইয়ূথ ক্যারিয়ার ইনস্টিটিউটের সভাপতি আরেফিন দিপু, সাধারণ সম্পাদক অন্তু করিম প্রমুখ।
রাইজিং ইয়োথ অ্যাওয়ার্ড ২০২৩ অর্জনকারী মো: হাসানুল বান্না বলেন, এ অর্জন খুলনাসহ দেশের সকল অর্গানিক ফুড এক্টিভিটিসকারীদের। গত ১ দশক ধরে প্রায় ১ হাজার শিক্ষিত ও অশিক্ষিত নারী পুরুষ বেকারদের প্রশিক্ষণ দিয়েছি এদের মধ্যে অন্তত শতাধিক ব্যক্তি মৌচাষে সফলতা অর্জন করেছে। আমি সব সময় তাদের পাশে আছি এবং আগ্রহীদের উৎসাহ ও দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি। আমরা যারা আধুনিক কৃষির সাথে আছি অবশ্যই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখব। দেশের সকল মৌচাষী ও অর্গানিক ফুড নিয়ে যারা কাজ করছে এ সম্মাননা তাদের জন্য।
খুলনা গেজেট/এনএম