খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

অভয়নগরে ৩ ক্লিনিককে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অভয়নগর প্রতিনিধি

অভয়নগর উপজেলার তিনটি ক্লিনিককে ১লাখ ৫৫ হাজার টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ অদালত। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন ক্লিনিকে অভিযান চালায় র‌্যাব ও উপজেলা প্রশাসনের দু’টি দল।

এসময়, নওয়াপাড়ার ফাতেমা (প্রা:) ক্লিনিকে অভিযান চালিয়ে ১লাখ টাকা জরিমানা করা হয়। পরে এলবি হাসপাতালে ৫ হাজার টাকা, আরোগ্য সদন (প্রা:) হাসপাতালকে ৫০হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, অভয়নগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, র‌্যাব-৬এর এএসপি মো. ফয়সাল তানভীর, অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আলীমুর রাজিব।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান ও র‌্যাব-৬ এর এএসপি মো. ফয়সাল তানভীর জানান, আজ দিনব্যাপী মেডিকেল প্র্যাকটিশিয়ান ও ভোক্তা সংস্কার আইনে তিনটি ক্লিনিকে অভিযান চালিয়ে ১লাখ ৫৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানের কথা শুনে পপুলার ডায়াগনস্টিক সেন্টারটির মূল গেটে তালা লাগিয়ে কর্মকর্তারা পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!