যশোরের অভয়নগর উপজেলায় ২০২১ সালের এইচএসসি (জেনারেল) পরীক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদান শুরু হয়েছে। বুধবার প্রথম দিনে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৯১ পরীক্ষার্থীর মধ্যে ৭শ’ ৯২ জন টিকা নিয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দ্বিতীয় দিনে ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৩শ’৫৫ জন পরীক্ষার্থী টিকা গ্রহণ করবে।
বুধবার সকাল সাড়ে ৮ টায় নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন যশোর জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। এসময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, পল্লী মঙ্গল আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ খায়রুল বাসার প্রমুখ। পরে সকাল সাড়ে ১০ টায় টিকা প্রদান কর্মসূচি পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সম্পাদক মাসুদ তাজ, আইসিটি সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য জাকির হোসেন হৃদয় প্রমুখ।
দুপুরে পরিদর্শন করেন যশোর জেলা শিক্ষা কর্মকর্তা এম গোলাম আযম, জেলা পিটিআই সুপার মো. আতিয়ার রহমান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক গাজী হুমায়ুন কবীর, ডিস্ট্রিক্ট ট্রেনিং কো অর্ডিনেটর মো. শাকিরুল ইসলাম, উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মো. কামরুজ্জামান প্রমুখ।
নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান জানান, প্রথম দিনে ১০ শিক্ষা প্রতিষ্ঠানের এক হাজার ৯১ জনের মধ্যে ৭শ’ ৯২ জন পরীক্ষার্থী টিকা নিয়েছে। এর মধ্যে ছাত্র ৪০১ ও ছাত্রী ৩৯১ জন। বাকি পরীক্ষার্থীদের অনেকে টিকা নিয়ে ফেলেছে, অনেক পরীক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে টিকা নিতে পারেনি।
বৃহস্পতিবার একই কেন্দ্রে উপজেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার ৩শ’ ৫৫ জন পরীক্ষার্থীকে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। এদিন সকাল সাড়ে ৮ টায় পায়রাহাট ইউনাইটেড কলেজের ২শ’ ৪৩ জন, সকাল ১০ টায় নওয়াপাড়া মহিলা কলেজের ১শ’ ৪২ জন, সকাল ১১ টায় নওয়াপাড়া মডেল ডিগ্রী কলেজের ৪শ’ ৪০ জন এবং দুপুর ১ টা ৩০ মিনিট থেকে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের ৫শ’ ৩০ জন পরীক্ষার্থীকে টিকা প্রদান করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
খুলনা গেজেট/এনএম