খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত

অভয়নগরে সাড়ে ৪ হাজার কৃষকের মাঝে গ্রীষ্মকালীন বীজ বিতরণ

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরে কৃষি অফিস এর পক্ষ থেকে উপজেলার ৪হাজার ৬ শ’৫ জন কৃষকদের মাঝে রবিষস্য গম ভুট্টার বীজ ও গ্রীষ্মকালীন নাবী পেঁয়াজের বীজ ও সার প্রনোদনা বিতরন করা হয়েছে।

আজ (২৩ অক্টোবর) সোমবার দুপুরে উপজেলা পরিষদে চত্বরে এ প্রণোদনা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে কৃষি সামগ্রী তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি থান্দার কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, প্রকল্প কর্মকর্তা মুসফিকুর রহিম, সিনিয়র মৎস্য অফিসার মো.আমিনুল হক, সমাজ সেবা অফিসার মো.অহেদুজ্জামান, উপ সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মিহির কুমার বৈরাগী, কৃষি কর্মকর্তা শ্রীধরপুর ব্লক হাফিজা খাতুন।

এ সময় উপজেলার প্রান্তিক চাষিদের মধ্যে গ্রীষ্মকালীন নাবি পেঁয়াজ এর বীজ ১০৫ জনকে, রবি প্রনোদনা গমবীজ ১৮০ জনকে, ভুট্টা ১শ জনকে, সরিষা ৪হাজার জনকে, সুর্যমূখী ১৫জনকে, শীতকালীন পেঁয়াজ ৫০জনকে, মুগ-ডাউলবীজ ৩০জনকে, মশুর ডালবীজ ১৫০জন কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন ধরনের সার প্রদান করা হয়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!