যশোরের অভয়নগরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উপজেলার ১১৭টি প্রাথমিক বিদ্যালয় এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ফাইনাল খেলার শুরুতে প্রথম অংশ নেয় ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল বনাম কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। এর মধ্যে ধোপাদী দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১ -০ গোলে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে পরাজিত করে। দ্বিতীয়ার্ধের খেলায় অংশগ্রহণ করেন জি এস আঃ ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল বনাম শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। এর মধ্যে জি এস আঃ ওহাব সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ৩- ১ গোলে শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে হারিয়ে বিজয়ী হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অনভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুল জহুর মুকুল, ব্যবসায়ী নাজমুল হক খোকন, অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডল প্রমুখ।