খুলনা, বাংলাদেশ | ১৮ পৌষ, ১৪৩১ | ২ জানুয়ারি, ২০২৫

Breaking News

  প্রতিবছর বই উৎসবের নামে আর্থিক অপচয়রোধে এখন থেকে অনলাইনে বই উৎসবের সিদ্ধান্ত, ৪১ কোটির মধ্যে ছয় কোটি বই স্কুলগুলোতে পাঠানো হয়েছে, বাকিগুলো ২০ জানুয়ারির মধ্যে দেওয়া হবে : এনসিটিবি চেয়ারম্যান

অভয়নগরের ৪ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

অভয়নগর প্রতিনিধি

অভয়নগরের ৪ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে রবিবার(৫মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় কর্তৃক অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় সাতক্ষীরা প্লাস কে ৪৩ (অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন) ধারায় ২৫হাজার টাকা ও প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ৪৩ (অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন) ধারায় ২০হাজার টাকা, মেডিসিন কর্ণার কে ৩৭ (ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়) ধারায় ১৫ হাজার টাকা ও শাহ ফার্মেসী কে ৩৭ (ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়) ধারায় ১০হাজার টাকা মোট ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যের অপরাধে প্রশাসনিক ব্যবস্থায় ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, সৈয়দা তামান্না তাসনীম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর। অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য জনাব মো. আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এরুপ অভিযান অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!