খুলনা, বাংলাদেশ | ১৫ পৌষ, ১৪৩১ | ৩০ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

অভয়নগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও দেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় মঙ্গলবার(১৪মে) সকালে নাগরিক উদ্যোগের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য ও ধারণাপত্র পাঠ করেন, নাগরিক উদ্যোগ খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস।

কাউকে বাদ দিয়ে নয় জোট খুলনা বিভাগীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা বেগম, তথ্যসেবা কর্মকর্তা সাদিয়া তারিম, উপজেলা এডভোকেসী নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সুনীল দাস, সদস্য এস জেড মাসুদ তাজ, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী, নির্বাহী সদস্য রবিউল ইসলাম, অ্যাড. সুলতানা আরেফা মিতা, নাগরিক উদ্যোগের কর্মকর্তা পলাশ দাস প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্ধশত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং দেশের উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণকে সক্রিয় করা ও বিভিন্ন সেবা প্রাপ্তির ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূরীকরণের লক্ষে নাগরিক উদ্যোগ দেশের ৮টি জেলার ৭২টি উপজেলার চারশ ইউনিয়নে কাজ করছে। পিছিয়ে পড়ার কারণ চিহ্নিতকরণ এবং তাদের এগিয়ে নেয়ার জন্য প্রকল্প সংশ্লিষ্ট সকলেই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!