খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অভয়নগরে নবমুসলিম শহিদুল ইসলাম অর্থভাবে চিকিৎসা নিতে পারছেনা

অভয়নগর প্রতিনিধি

নবমুসলিম দিনমজুর শহিদুল ইসলাম সাগর (৫০)হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুনছেন । অর্থভাবে তিনি চিকিৎসা নিতে পারছেনা। পরিবার নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন।

শহিদুল ইসলাম সাগর গত বার বছর আগে বাড়ির পাশের একজন মাওলানার ওয়াজ শুনে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন। পরে তিন খুলনা আদলতের একটি নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন। শহিদুল ইসলামের পৈত্রিক বাড়ি খুলনা জেলার ডুমরিয়া উপজেলায়। তিনি ওই উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত পূর্ণচন্দ্র বিশ্বাসের ছেলে। ইসলাম ধর্ম গ্রহণের আগে তার নাম ছিলো শেখর বিশ্বাস। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সুন্নতে খতনা কর্ম সমাধা করেন। ধর্মান্তরিত হয়ে তিনি ফুলতলা উপজেলার পয়গ্রামের কাশেম আলী শেখের মেয়ে জোহরা খাতুনকে বিয়ে করেন। বর্তমানে তিনি অভয়নগর ধোপাদী গ্রামে বসবাস করেন। তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা। ধোপাদী বাজারে তার একটি ঝুপড়ি দোকান আছে। এর আগে তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। অসুস্থ্য হয়ে তিনি সে কাজ আর করতে পারেন না।

শহিদুল ইসলাম চার বছর যাবৎ হৃদরোগ আক্রান্ত। মাঝে মাঝে বুকে প্রচন্ড ব্যথা ওঠে সাথে থাকে শ্বাস কষ্ট। তার স্ত্রী জোহরা খাতুন জানান, তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ আবু নাসের হাসপাতালে চিকিৎসা নিতে যেয়ে অর্থের অভাবে ফিরে এসেছেন। এক একটি ইনজেকশনের দাম নেয় ১৫শ টাকা প্রতিদিন একটা করে দিতে হবে সাথে অন্যান্য ওষুধ তো আছেই।বর্তমানে তিনি স্থানীয় একজন পল্লী চিকিৎসকের চিকিৎসা নিচ্ছেন। এখানেও তার সপ্তাহে দুই হাজার টাকা খরচ হচ্ছে। শহিদুল ইসলাম অসুস্থ্য থাকার কারণে চটপটির দোকান বন্ধ রয়েছে। বর্তমানে তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় তরিকুল ইসলাম বলেন, ‘শহিদুল ইসলাম একজন নবমুসলিম তার পাশে দাড়ানো আমাদের দায়িত্ব তাই তার জন্য আমরা এলাকায় আর্থিক সাহয্য আদায় করছি।’ শহিদুল ইসলাম সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন।

তার বিকাশ নং ০১৯৯৩৮১০৫৭৩

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!