যশোরের অভয়নগরে গাছ কাটার সময় চাপা পড়ে শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিয়াপাড়া গ্রামে গাছ কাটার সময় তিনি গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শরিফুল ইসলাম দিয়াপাড়া গ্রামের মোমিন আলীর ছেলে।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলীম জানান, অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
খুলনা গেজেট/ টিএ