অনুচ্চারিত শব্দে ভরে রাখি আমাদের মন আগাগোড়া —
আমাদের যত অব্যক্ত বন্দিশ, ভেজানো হতাশার কড়া নাড়া।
শিশুর চোখে ছুঁয়ে থাকে আজো অব্যক্ত এক জিজ্ঞাসা….
তোমার আঙুলে জড়ানো থাকে অব্যক্ত ঐশী ভালোবাসা।
অসমর্থ লাঠিতে ভর দিয়ে থাকে অব্যক্ত ক্ষয়িষ্ণু যন্ত্রণা….
জীবন জুয়ার খেলায় থাকে অব্যক্ত হারের গঞ্জনা।
আপোসহীন দৃষ্টিতে থাকে, অব্যক্ত গুঁড়িয়ে যাওয়ার কথা…..
স্থাপত্য শৈলী তে জড়িয়ে থাকে, অব্যক্ত ঘর ভাঙার ব্যাথা।
ভাবলেশহীন অভিব্যক্তিতে থাকে অব্যক্ত অলক্ষণীয় চাহিদারা…..
কিছু অব্যক্ত দুঃখ থাকে, ভস্মিভূত দেহাবশেষ… স্বপ্নহারা।
গরিমার প্রকাশে থেকে যায় দেখো অনেক লুণ্ঠিত সম্মান….
প্রতিটি হেরে যাওয়া হল, আগামীর লড়াই, অব্যক্ত হতাশা, চির অম্লান ।
প্রতিটি মহাকাব্যতেই থেকে যায় কিছু অব্যক্ত নীরব, রোজনামচা…
কবিতা হারানো জীবনের সিঁড়িভাঙা, ওঠাপড়া, মরা বাঁচা।
রোজকার জীবনের অব্যক্ত ইচ্ছের মৃত্যু যন্ত্রণা
উপেক্ষা করি,
অব্যক্ত শব্দরা……
ভেঙে ফেলে দেখো অব্যাক্ত অনীহার সোপানতরী।
খুলনা গেজেট/এমএম