বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বেতবাড়ীয়া গ্রাম থেকে শিশুসহ ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো. তারেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের মজিবর রহমানের ছেলে শওকত আলি শেখ (৫০), তার স্ত্রী জামিলা বেগম (৩৫) ও মেয়ে বৈশাখী শেখ (১০), জেলার লোহাগাড়া থানার সাড়ল গ্রামের মৃত ধলামিয়া শেখের ছেলে সোলায়মান শেখ (৬০), কালিয়া থানার বড়কালিয়া গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে হেলাল বিশ্বাস (২৫), কোলাবাড়ীয়া গ্রামের মৃত হারুন মৃধার স্ত্রী ফাতেমা খাতুন (৫০), মির্জাপুর গ্রামের পারভেজ মৃধার স্ত্রী সায়না খানম (২৭), তার সন্তান আহাদ মৃধা (৭), হাবীব মৃধা (৬) ও সিয়াম মৃধা (৮ মাস)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বেতবাড়ীয়া গ্রামে অভিযান চালায় ৫৮-বিজিবির একটি টহল দল। এ সময় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় বাংলাদেশি তিনজন পুরুষ, তিনজন নারী ও চার শিশুকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করার অপরাধে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় একটি মামলা করা হয়েছে। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএ