খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের অপরাধে ব্যবসায়ীকে লাখ টাকা অর্থদন্ড

নিজস্ব প্রতি‌বেদক

খুলনায় অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণনের অপরাধে ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। রবিবার (২২ নভেম্বর) বিকালে ডুমুরিয়া উপজেলার থুকরা এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

খুলনা র‌্যাব-৬ সূত্রে জানা যায়, র‌্যাবের একটি আভিযানিক দল ডুমুরিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাসের সহযোগীতায় থুকরা সিকদারপাড়া রহিমা রাইচ মিল নামক পুরাতন টিন শেড বিল্ডিং এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এসময় ওই বিল্ডিংয়ে অবৈধভাবে পলিথিন উৎপাদন ও বিপণন করার দায়ে ব্যবসায়ী মোঃ শিশির হোসেন মুন্নাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১ লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ প্রদান করা হয়।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!