ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ফসলি জমি থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার নারায়কান্দি গ্রামের মাঠে অবৈধভাবে ফসলি জমিতে গড়ে ওঠা বালু মহালে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সরোজ কুমার নাথ। এসময় তিনি অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত তিনটি স্যালো ইঞ্জিন জব্দ করেন ও বালু উত্তোলনের অন্যান্য সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকার আক্তার মেম্বর ও লাল নামে দুই ব্যক্তি ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে হুমকির মুখে পড়েছে ওই এলাকার শত শত একর ফসলি জমির চাষাবাদ। স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সেখানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনের জন্য ব্যবহৃত তিনটি স্যালো ইঞ্জিন ও একটি কাটার মেশিন জব্দ করা হয়েছে।
এছাড়াও অবৈধ ড্রেজার মেশিনের বেশকিছু যন্ত্রাংশ আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে। ফসলি জমি থেকে বালু উত্তোলনের দায়ে অভিযুক্ত ওই দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলেও তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, ইউএনও সৈয়দা নাফিস সুলতানা, এসিল্যান্ড রাজিয়া আক্তার চৌধুরী, ওসি আব্দুর রহিম মোল্লা প্রমূখ।
খুলনা গেজেট /এমএম