রপ্তানি পণ্য খালাস করে ফেরার পথে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় বাংলাদেশী ৩টি ট্রাকে তল্লাশি করে চার লক্ষ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় ট্রাক তিনটি জব্দ করার পাশাপাশি একজন ট্রাক চালককে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোষ্ট এলাকা থেকে এই ট্রাক তিনটি জব্দ করা হয়। পরে ভোমরা আইসিপিতে দায়িত্বরত বিজিবি সদস্যরা ট্রাকে তল্লাশি চালিয়ে ভারতীয় শাড়ি ৫৯টি, থ্রি-পিস ২০টি, বোরকা ২টি ও ৩টি কম্বল উদ্ধার করে।
আটক ট্রাক চালকের নাম মোঃ মিলন ফকির। তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গোন্দারদিয়া গ্রামের মোঃ লোকমান ফকিরের ছেলে।
বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত হতে বাংলাদেশে আগমনকারী খালী ট্রাকে চোরাচালানী মালামাল বহন করা হবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর শুক্রবার সাড়ে ৮টার দিকে ভোমরা আইসিপি’র বিজিবি চেকপোষ্ট এলাকায় নায়েব সুবেদার মোঃ সুলতান মাহমুদ এর নেতৃত্বে দায়িত্বরত বিজিবি সদস্যগণ অবস্থান গ্রহণ করে। এ সময়ে ৩টি খালী ট্রাক রপ্তানী মালামাল ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে রেখে ভোমরা চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে ঢোকার সময় চেকপোষ্ট এলাকায় অবস্থানরত টহল সদস্যরা ৩টি ট্রাক তল্লাশীর জন্য থামালে ২টি ট্রাকের ড্রাইভার ও হেলপার গাড়ি পালিয়ে যায়।
এ সময় একজন ড্রাইভার তার গাড়িতে অবস্থান করায় (ঢাকা মেট্রো-ট-১৬-৩৭৮৪) ট্রাকসহ তাকে আটক করা হয়। আটক অপর দুটি ট্রাকের নাম্বার যশোর-ট-১১-০২৯৭ ও যশোর-ট-১১-১৭২৩। পরে ৩টি ট্রাক তল্লাশী করে ভারতীয় ৫৯টি শাড়ি, ২০টি থ্রি-পিস, ২টি বোরকা এবং ৩টি কম্বল উদ্ধার করে বিজিবি সদস্যরা। তিনটি ট্রাকসহ উদ্ধারকৃত মালামালের মূল্য দুই কোটি আটাশ লক্ষ উনসত্তর হাজার টাকা।
বিজিবি সূত্র আরো জানায়, উক্ত অভিযানে পলাতক ৫ জন আসামী যথাক্রমে সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের কুলুপাড়া গ্রামের মোঃ রাব্বি ইসলাম (২৩), গাজীপুর গ্রামের আব্দুল গনির ছেলে মোঃ ওমর ফারুক (২২), মোল্লাপাড়া গ্রামের জিহাদ আলীর ছেলে মো: আরিফুল ইসলাম (২৫)৷ খুলনার ফুলতলা থানার দামুড়দা গ্রামের মৃত খালেদ গাজীর ছেলে মোঃ বিল্লাল হোসেন (৩৫) এবং যশোর সদর উপজেলার বিলপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল রানা (৪০) এর নামে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ আটককৃত মালামাল, ট্রাক ও আসামীসহ থানায় সোপর্দ করা হয়েছে।
খুলনা গেজেট/এইচ