জাতীয় দলের তারকা ওপেনার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, টি-টোয়েন্টি ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না তিনি। তবে আগামী ৬ মাস টি-টোয়েন্টি দল থেকে বিরতি নিয়েছেন তিনি।
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তামিম আর টি-টোয়েন্টি দলে ফিরতে চান না। এ নিয়ে বোর্ডের দায়িত্বশীলদের সাথে দফায় দফায় তামিমের বৈঠক হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলন ডাকেন তামিম।
সেখানে তিনি জানান, টি-টোয়েন্টি থেকে অবসর না নিলেও আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তিনি। দলের একান্ত প্রয়োজন হলে ৬ মাস পর ফিরবেন টি-টোয়েন্টি দলে। তবে তামিম প্রত্যাশা ব্যক্ত করেছেন, তরুণরা তার জায়গা পূরণ করলে দলে ফেরার প্রয়োজন হবে না তার।
বাংলাদেশ দলের হয়ে তামিম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে ৩৩ বলে ৪১ রানের ইনিংস খেলার পথে হাঁকান ৩টি চার ও ২টি ছক্কা।
এরপর করোনা মহামারীর কারণে ক্রিকেট অঙ্গন স্থবির হয়ে পড়ে। তামিম পান ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব। তবে এরপর আর একটিবারের জন্যও টি-টোয়েন্টি খেলতে নামেননি। কখনও ইঞ্জুরি আবার কখনও বিশ্রামের কারণে বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি সিরিজগুলো খেলতে হয়েছে তামিমকে ছাড়াই।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্বালে তামিম বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। যদিও তখন তিনি স্পষ্ট করে বলেছিলেন, এখনই অবসর নিচ্ছেন না এই ফরম্যাট থেকে। তবে আর কোনো ম্যাচ খেলার আগেই তামিম বিসিবি সভাপতিকে জানিয়ে দেন, এই ফরম্যাটে আর খেলার ইচ্ছা নেই তার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও ফ্র্যাঞ্চাইজি লিগে অবশ্য অংশ নিচ্ছেন তামিম। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে তিনি ছিলেন অন্যতম মূল আকর্ষণ। এরপর দাপটের সাথে খেলছেন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে।
খুলনা গেজেট/ এস আই