খুলনা, বাংলাদেশ | ৬ কার্তিক, ১৪৩১ | ২২ অক্টোবর, ২০২৪

Breaking News

  শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশের ২৫০ এসআইকে অব্যাহতি
  নিবন্ধন ফিরে পেতে জামায়াতে আপিল পুনরুজ্জীবিত করলেন আপিল বিভাগ, এ আদেশের ফলে জামায়াতের আইন লড়াইয়ের পথ খুলে গেল
  নাটোরে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তি নিহত
  সাবেক এমপি ব্যারিস্টার সুমন গ্রেপ্তার

অবশেষে মামলা থেকে জেড আই খান পান্নার নাম বাদ

গেজেট ডেস্ক

হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না।

এদিকে হত্যাচেষ্টার মামলা থেকে জেড আই খান পান্নার নাম বাদ দিতে আবেদন করেছেন মামলার বাদী মো. বাকের। আবেদনে মামলার এজাহারে জেড আই খান পান্নাকে ভুলবশত আসামি করা হয়েছে বলে প্রত্যাহারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেন গণমাধ্যমকে বলেন, পান্না সাহেবের বিরুদ্ধে মামলাকারী বাদী বাকের সাহেব সোমবার আমার কাছে একটি আবেদন করেছেন। আবেদনে তাঁর মামলার এজাহারে জেড আই খান পান্নাকে ভুলবশত আসামি করেছেন উল্লেখ করে নাম প্রত্যাহারের ব্যবস্থা নিতে বলেছেন। আবেদনটি গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে তদন্ত কর্মকর্তাকে নির্দেশও দেওয়া হয়েছে।

সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাঁকে জামিন দেন। আদালতে জেড আই খান পান্নার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, শাহদীন মালিক, আইনজীবী আলী আহমেদ খোকনসহ আরো অনেকে।

আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘এই মামলাটি হয়রানির জন্যই করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে জেড আই খান পান্নার আগাম জামিনের ব্যাপারে কোনো আপত্তি তোলা হয়নি।

গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাদুল ইসলাম নামের একজনকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৭ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় এই মামলা করা হয়। মামলাটি করেন আহাদুলের বাবা মো. বাকের। এই মামলায় আসামি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। আইনজীবী জে আই খান পান্না এ মামলার ৯৪ নম্বর আসামি।

জেড আই খান পান্না বিগত সরকারের সময় ডিজিটাল নিরাপত্তা আইনসহ মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী নানা আইনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের সময় তিনি মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। শিক্ষার্থীদের পক্ষে আদালতে শুনানিও করেছেন। উল্লেখ্য, সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কিছু সিদ্ধান্তের সমালোচনা করে আসছিলেন বীর মুক্তিযোদ্ধা পান্না।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!