খুলনা, বাংলাদেশ | ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের আটকাদেশ কেন অবৈধ নয় : হাইকোর্ট
  এবারের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হবে সকাল ৯টায়

অবশেষে তৃতীয় বিয়েও ভেঙে গেল শ্রাবন্তীর

বিনোদন ডেস্ক

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। অভিনয় দিয়ে ভক্তদের মুগ্ধ করলেও এই নায়িকার ব্যক্তিজীবন নিয়ে প্রায় সমালোচনা হয়। বিশেষ করে তৃতীয় বিয়ে করে সমালোচনায় পড়েছিলেন তিনি। আর এবার জানা গেল সেই বিয়েই ভেবগে গেছে। আইনত বিবাহবিচ্ছেদ বিবাহবিচ্ছেদ হয়েছে শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশন সিংয়ের। হিন্দুস্তান টাইমস বলছে, শুক্রবার (১১ এপ্রিল) জানা গেল তাদের তাদের বিচ্ছেদে আনুষ্ঠানিক সিলমোহর দিয়েছে আদালত।

গণমাধ্যমে রোশন সিং নিজেই নিশ্চিত করেছেন বিচ্ছেদের খবর। তিনি জানান, সবকিছুই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রোশন বলেন, যেভাবে প্রেম ও বিয়ের আগে আমরা একে অপরের জন্য অপরিচিত ছিলাম, আবার সেরকমই হয়ে গেলাম গত ৮ এপ্রিল থেকে।

এর আগে জানা গিয়েছিল, রোশনের সঙ্গে বিচ্ছেদের মামলায় শ্রাবন্তী মাসিক ৭ লাখ রুপি খোরপোশ দাবি করেছিলেন। তবে সেই আবেদন আদালতের নির্দেশে স্থগিত ছিল। রোশন এ বিষয়ে কিছু জানাননি— এই অর্থ দাবি মেটাতে হয়েছে কি না, সেটাও স্পষ্ট নয়।

বিচ্ছেদ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই মামলা চলছিল। গত সেপ্টেম্বর ২০২৪-এ বিচ্ছেদের পথে তারা কার্যত একধাপ এগিয়ে যান। শুধু আদালতের স্বাক্ষরের অপেক্ষা ছিল। সেই অপেক্ষার অবসান হলো এবার।

অন্যদিকে, শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর নতুন জীবনের দিকে এগোচ্ছেন রোশন সিং। বর্তমানে তিনি প্রেমিকা অনামিকার সঙ্গে সংসার পাততে প্রস্তুত। অনামিকা পেশায় একজন জিম ট্রেইনার। রোশন জানিয়েছেন, নিজের পেশাগত জীবন সামলে এবার তিনি নতুন করে জীবন সাজাতে চান।

প্রসঙ্গত,২০১৯ সালের শুরুর দিকে প্রেমে জড়ান শ্রাবন্তী ও রোশন। ‘গুগলি’ সিনেমার প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা যায় তাদের। প্রেম থেকে বিয়ে— সবটাই ঘটে দ্রুত। পাঞ্জাবে লুকিয়ে বিয়ে করেন তারা, যা পরে জানান শ্রাবন্তী নিজেই। তারপর বিদেশে হানিমুন, সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবি, রোমান্টিক ভিডিও—সব মিলিয়ে তারা তখন নেটিজেনদের চোখে ‘কাপল গোলস’।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!