‘খুলনা গেজেট ’ এ সংবাদ প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে ডুমুরিয়া সদরের উত্তর মাথার সরকারি রাস্তায় দেওয়া বেঁড়া অপসারণ করা হয়েছে। গত ১৩ জুলাই ‘ডুমুরিয়ায় সরকারি রাস্তায় বেঁড়া, বিপাকে ৯ পরিবার’ এ সংক্রান্ত সংবাদ খুলনা গেজেটে প্রকাশিত হয়।
পড়ুন : ডুমুরিয়ায় সরকারি রাস্তায় বেড়া : বিপাকে ৯ পরিবার
জানা যায়, স্থানীয় কিছু মানুষ ষড়যন্ত্রমূলক ভাবে সরকারি রাস্তায় বেঁড়া দেওয়ায় বিপাকে পরিবারে সেখানকার একাধিক পরিবার। এ ঘটনায় গত ৭ জুলাই সুশান্তসহ ৯ টি পরিবারের সদস্যরা প্রতিকার চেয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেন।কিন্তু কোন প্রতিকার না পাওয়ায় বিষয়টির ওপর সরেজমিনে প্রতিবেদন করেন খুলনা গেজেটের প্রতিবেদক।
এরপর সংবাদটি জেলা প্রশাসনের দৃষ্টিগোচর হলে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনকে বেঁড়াটি অপশাসনের নির্দেশ দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জিয়াউর রহমানের নির্দেশেে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব দাস বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে বেঁড়াটি অপসারণ করেন। পাশাপাশি ষড়যন্ত্রকারীদের বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি গণমাধ্যমকে জানান।
খুলনা গেজেট / এনআইআর/এমএম