খুলনা, বাংলাদেশ | ২১ পৌষ, ১৪৩১ | ৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক জনের মৃত্যু, হাসপাতালে ৫৬

অবরোধের দ্বিতীয় দিনে খুলনায় গ্রেপ্তার ৬

গেজেট ডেস্ক 

খুলনা বিএনপি নেতৃবৃন্দ দেশেব্যাপী দ্বিতীয় দফার টানা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি সফলভাবে পালন করায় সকল পরিবহন মালিক, শ্রমিক-কর্মচারি ও খুলনাবাসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সোমবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খুলনা মহানগর বিএনপি দাবি করে নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিএনপি ও অঙ্গ দলের আরও ৬ জনকে গ্রেপ্তার বরা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, ১২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক খোদা বক্স কোরাইশি কালু, ২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর মোসলেহ উদ্দিন বাবর, খানজাহান আলী থানা যুবদলের শাহিদুজ্জামান জুম্মান, ১৩ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক খায়রুল কবির, ১০ নং ওয়ার্ড বিএনপি নেতা রাজু ও বাবু।

নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র মুক্তির আন্দোলনে রাজপথে নেতৃত্ব দেওয়ায় যারা মিথ্যা গায়েবি মামলার শিকার ও গ্রেপ্তার হয়েছেন তাদেরকে জাতি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্বদানকারী যোদ্ধা হিসেবের গন্য করবে। গণতন্ত্রের বিজয় অর্জন না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানিয়ে গনতন্ত্র মুক্তির আন্দোলন করতে গিয়ে এই পর্যন্ত মহানগর ও জেলায় ১৮ মামলায় প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নেতারা আশা প্রকাশ করেছেন, সাময়িক কষ্ট সহ্য করে অতীতের মতো আগামীদিনেও সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে খুলনাবাসী বিএনপির পাশে থাকবেন।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড, শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!