বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন সোমবার খুলনায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে খুলনা থেকে বিভিন্ন রুটের বাস ছাড়তে শুরু করেছে। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত ঢাকা, বরিশাল, পিরোজপুরসহ আন্তঃজেলা রুটে প্রায় ২০টির মতো পরিবহন ছেড়ে গেছে বলে জানিয়েছেন মালিকরা। তবে দূর পাল্লার রুটের বিলাশবহুল বাস চলাচল বন্ধ রয়েছে। নগরীতে থ্রি হুইলার, ইজিবাইক চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিক রয়েছে।
সোমবার সকালে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনালে গিয়ে গেছে, গত সপ্তাহের অবরোধের তুলনায় সড়কে বাস চলাচল বেড়েছে। অন্য সব পরিবহনও স্বাভাবিক। শিশু-কিশোররা বিদ্যালয়ে এবং চাকরিজীবীরা কর্মস্থলে যাচ্ছেন।
আন্তঃ জেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, অবরোধে বাস চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।