মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করে যাচ্ছে ছাত্র সমাজ। আর এই ছাত্রসমাজের পাশে দাড়িয়েছে সাধারণ জনগণও। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও মানুষ অরাজগতা এবং লুটপাটের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে।
ছাত্ররা জানান, খুলনার, কয়রা থানার উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ছাত্রসমাজ ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধভাবে এলাকার শান্তি রক্ষায় অবিরাম কাজ করে চলেছে। গ্রামে গ্রামে ঘুরে সবার খোঁজ খবর নেওয়া, বিভিন্ন বিষয়ের পরামর্শ দেওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় উপাসনালয়ের দেখভাল করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, সর্বোপরি শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ছাত্রদের সাথে তাল মিলিয়ে কাজ করছে সাধারণ জনগণ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহারুল ইসলাম সুজন বলেন, আমাদের ছাত্র সমাজের আহবানে সমগ্র দেশবাসী যেভাবে স্বৈরাচার পতনের আন্দোলনে শামিল হয়েছিল, দেশ সংস্কার ও শান্তি প্রতিষ্ঠা করতে সবাই আমাদের পাশে থাকবে আশা করি। ৫, ৬ আগস্ট ইউনিয়নের দু-একটি গ্রামে ভাঙচুরের ঘটনা ঘটলে ছাত্ররা প্রতিহত করতে সক্ষম হয়েছে। বর্তমানে শান্তিপূর্ণভাবে বসবাস করছে আমার ইউনিয়নবাসী।