নিউ জিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলায় বিকেল ৪টায় ম্যাচটি শুরু হবে। টস জিতে ব্যাটিং নিয়েছেন টম লাথাম। বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। নিউ জিল্যান্ড দুইটি পরিবর্তনে একাদশ সাজিয়েছে। দলে এসেছেন ব্লায়ের টিকনের ও হাশিম ব্যানেট।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আজ জিতলেই প্রথমবার নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ। অন্যদিকে নিউ জিল্যান্ড মরিয়া সমতা ফেরাতে।
টসে জিতে ব্যাটিং নেওয়ার কারণ ব্যাখায় নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলছিলেন, স্কোরবোর্ডে আমরা ভাল রান জমা করতে চাই। সিরিজে সমতা আনতে হলে এই ম্যাচ আমাদের জিততেই হবে। শেষ ম্যাচের পারফরমেন্স আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। কিন্তু আমরা জানি এটা নতুন দিন। নতুন ম্যাচ। সবকিছুই নতুন করে সাজাতে হবে।
সিরিজে টানা চতুর্থ ম্যাচে কোন বদল না এনে খেলছে বাংলাদেশ। টস পর্বে দলের অধিনায়ক মাহমুদউল্লাহ জানান, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ে আমরা আত্মবিশ্বাসী তবে নিউ জিল্যান্ডের এই দলের বিরুদ্ধে লড়াই যে চ্যালেঞ্জিং হবে সেটা আমরা জানি। আশা করছি গেল ম্যাচের ভুল কাটিয়ে উঠতে পারবো এই ম্যাচ। আজই আমরা সিরিজ জিততে চাই।
সিরিজ জয়ের জন্য দলের খেলোয়াড়দের কাছে অধিনায়কের একটা সাফ বার্তা- ম্যাচ জিততে হলে ভাল ক্রিকেট খেলতে হবে।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।
নিউ জিল্যান্ড একাদশ: রাচিন রবিন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়ং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্ল্যান্ডেল, কোল ম্যাককনচি, আজাজ প্যাটেল, ব্লায়ার টিকনার ও হামিস বেনেট।