সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা, টিআইবি’র আয়োজনে এ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সদস্যদের জন্য ‘দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন’ এর উপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। শনিবার দিনব্যাপী খুলনার ডুমুরিয়ার উপজেলার আমভিটা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা এর সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা। স্বাগত বক্তব্য রাখেন সনাক খুলনার সহ সভাপতি এ্যাড. অশোক কুমার সাহা।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি বিরোধী সামজিক আন্দোলনের গড়ে তোলার পূর্ব শর্ত হলো নিজেকে একজন স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত মানুষ হিসাবে গড়ে তোলা। আর এটা পরিবার, তারপর সমাজে চর্চার সংস্কৃতি গড়ে তোলা। সকলে সচেতন হলে এবং যে কোন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে একসাথে কথা বললে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। সকলে মিলে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এই ওরিয়েন্টেশন কর্মশালায় ভুমি, স্বাস্থ্য এবং শিক্ষা খাতের ৮০ জনের অধিক এ্যাক্টিভ সিটিজেন গ্রুপ (এসিজি) সদস্য অংশগ্রহণ করেন।
কর্মশালাটি পরিচালনা করেন টিআইবি এর ক্লাস্টার সমন্বয়ক ফিরোজ উদ্দিন। কর্মশালায় উপস্থিত সকলকে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান সনাক সদস্য নাসরিন হায়দার। একই সাথে সনাক-ইয়েস-এসিজি সমন্বয় সভায় শুদ্ধাচার বিষয়ে আলোচনা করেন সনাক সদস্য শিক্ষাবিদ আনোয়ারুল কাদির।
তিনি বলেন, শুদ্ধাচার সামজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করলেই কেবল দুর্নীতি কমানো সম্ভব, আর এটা নিশ্চিত করতে জনগণের সচেতন হওয়ার পাশাপাশি রাষ্ট্রকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করাটা জরুরী।
সবশেষে কর্মশালার সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা বলেন, আজকের আয়োজন দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং আগামীতে সকলে মিলে দুর্নীতি প্রতিরোধে একসাথে কাজ করার আহবান জানিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ওরিয়েন্টেশন কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।
খুলনা গেজেট/এমএম