খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  মানবতাবিরোধী অপরাধ : চিফ প্রসিকিউটর দেশে না থাকায় ফখরুজ্জামান ও সাত্তারের জামিন শুনানি ২ সপ্তাহ পেছাল আপিল বিভাগ
  আজ থেকে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ শুরু
  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট
ব্যবস্থা নেবে খাদ্য দপ্তর

অন্যত্র বিক্রির সময়ে ওএমএসের ১৫ বস্তা চাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ওএমএস এর চাল সাধারন মানুষের মাঝে বিক্রি না করে অন্যত্র বিক্রির সময় ১৫ বস্তা চাল জব্দ করেছে এলাকবাসী। মঙ্গলবার (১৬ মে) নগরীর বাগমারা চেয়ারম্যান মোড়ে ওএমএস ডিলার আর এম ট্রেডার্সে এ এই ঘটনা ঘটে। বিক্রি না ১৫বস্তা চাল উদ্ধার করে আর এম ট্রেডার্স এর চাল ও আটা বিতরণ বন্ধ করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক। পরবর্তীতে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার আশ্বাস ও দিয়েছেন তিনি।

বিক্ষুব্ধ এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে নগরীর বাগমারা চেয়ারম্যান মোড়ে আর এম ট্রেডার্স ওএমএস এর চাল বিক্রি শুরু করে। দুই একজনকে চাল দিলেও অধিকাংশকে চাল নাই বলে চলে যেতে বলে তারা। পরবর্তীতে এলাকবাসী দেখে চাল বিক্রি না করে গেটে তালা মেরে ভেতরে চালের বস্তা অন্যত্র নেওয়ার জন্য অন্য বস্তায় ভরে ইজিবাইকে করে অন্যত্র নেওয়ার চেষ্টা করছে আর এম ট্রেডার্সের লোকজন। এ সময় তারা তাদের হাতে নাতে ধরে জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানান। খবর পেয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ঘটনাস্থলে এসে ১৫ বস্তা চাল উদ্ধার করে জব্দ করেন এবং আর এম ট্রেডার্স এর চাল ও আট বিক্রি বন্ধ করে আইনানুগ ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দেন।

ভুক্তভোগীরা আরও জানান, আর এম ট্রেডার্স তিন কেজি চাল দেওয়ার কথা থাকলেও দুই কেজি করে চাল দেয়। আর সাধারণ মানুষ অধিকাংশ সময় আটা কিনতে পারেন না। এ বিষয়ে কথা বললে ক্রেতাদের সাথে খারাপ ব্যাবহার করে তারা।

ভুক্তভোগী নারী সাহারা বেগম জানান, সকালে আমাকে তিন কেজি চাল দেওয়ার পর অন্যদের চাল দেই নি। চাল নিতে আসলে বলে চাল নাই। প্রতিবাদ করলে আমাদের গালাগাল করে মারধর করে।

অপরভুক্তভোগী আব্দুল জলিল বলেন, আর এম ট্রেডার্স এর মালিকের স্বামী মানুষকে মারধর করে ও গালাগাল করে। কিন্তু চাল বিক্রি করে না। তিন কেজি দেবার কথা থাকলেও দেয় দুই কেজি। আর আটা বিক্রিই করে না।একই অভিযোগ সেতারা বেগম, রহিমা খাতুনসহ অনেকের।

ঘটনাস্থলে উপস্থিত জেলা খাদ্য নিয়ন্ত্রক তাজুল ইসলাম জানান, চাল আটা বিক্রিতে গড়মিল পাওয়া গেছে। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি। ঘটনস্থল থেকে ১৫ বস্তা চাল জব্দ করেছি। আটা পাইনি। আপাতত আমরা আর এম ট্রেডার্স এর চাল ও আটা বিক্রি সম্পূর্ণ বন্ধ করেছি। পরে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!