খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে বাসের ধাক্কা, নিহত ৫, আহত ১০
  মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ চলছে, ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

অনেক কিছু দেখানোর বাকি আছে : তানজিন তিশা

গেজেট ডেস্ক

অভিনেত্রী তানজিন তিশার শুরুটা ছিল নাচ দিয়ে। এরপর আসলেন মডেলিংয়ে। সেখান থেকে পরিচিতি পেয়ে নিজেকে জড়ান অভিনয় জগতে। একে একে বহু নাটকে অভিনয় করে পেয়ে যান দর্শকপ্রিয়তা। এরপর অভিনয়গুণে এখন কাজ করছেন ওটিটিতে। এসবকিছু করেই ক্যারিয়ারে এক দশক দেখতে দেখতে পার করলেন অভিনেত্রী।

অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার পর তিশাকে নিয়ে প্রত্যাশা বাড়তে থাকে দর্শকদের। ২০১৪ সালে রেদওয়ান রনি পরিচালিত ‘ইউটার্ন’ নাটক দিয়ে শুরু হয় তিশার অভিনয়। এখন টেলিভিশন নাটক ও ওটিটির প্রতিষ্ঠিত অভিনেত্রীদের একজন তানজিন তিশা। তবে তার এই পথটা অতটা সহজ ছিল না। সম্প্রতি গণমাধ্যমকে এমনটিই জানালেন অভিনেত্রী।

তিশা মনে করেন, গোঁড়া থেকে অন্যদের মত কাজ শিখে আসা শিল্পী নন তিনি। অনেকে থিয়েটার থেকেও অভিনয়ের হাতেখড়ি হয়, কিন্তু এমন কোনো অভিজ্ঞতা ছিল না তিশার; অভিনয়ে দুর্বলতা ছিল। ফলে ডিমোটিভেশনের মুখেও পড়তে হয়েছে তাকে। বললেন, ‘অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে।’ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, ‘আমার দর্শকদের ভালোবাসার জন্যই সংগ্রামটা করেছি।’

১০ বছর ধরে সবসময় নিজের সেরাটাই দিয়েছেন বলেও দাবি তিশার। তার অভিমত, নারীপ্রধান গল্পগুলোকে সবসময় প্রাধান্য দিয়ে এসেছেন তিনি। অভিনেত্রীর পছন্দও নারীপ্রধান চরিত্র। সামনে এমন কিছু নিয়েই পরিকল্পনা তিশার।

অভিনয়ে কাউকে অনুসরণও করেন না তিশা। এমনকি কাউকে আদর্শও মানেন না তিনি। তার কথায়, ‘কোনো শিল্পীর ভালো দিক থাকলে সেটা আয়ত্ত করার চেষ্টা করি। কাউকে অনুসরণ করিনি, নিজের মত করে উপস্থাপন করি।’

আগামী কাজের পরিকল্পনা নিয়ে তানজিন তিশা বললেন, ‘সামনে কিছু কাজ আছে, এখনই বলছি না। কিছু কাজের পরিকল্পনা আছে। অনেক কিছু করার আছে, অনেক কিছু দেখানোর বাকি আছে।’

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!