তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস খুলনার ব্যবস্থাপনায় বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক-বালিকা বিভাগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) চারটি খেলা অনুষ্ঠিত হয়।
সকালে বালক বিভাগে নড়াইল জেলা দল টাইব্রেকারে ২-১ গোলে খুলনা সিটি দলকে পরাজিত করে এবং বিকালে বালক বিভাগে মগুরা জেলা দল ১-০ গোলে চুয়াডাঙ্গা জেলা দলকে পরাজিত করে ফেমিফাইনালে উত্তীর্ণ হয়।
এছাড়া বালিকা বিভাগে নড়াইল জেলা টাইব্রেকারে ৪-৩ গোলে ঝিনাইদাহ জেলা দলকে পরাজিত করে এবং মাগুরা জেলা দল ৫-০ গোলে চুয়াডাঙ্গা দলকে পরাজিত করে ফেমিফাইনালে উত্তীর্ণ হয়। শনিবার একই ভেন্যুতে ছেলেদের ও মেয়েদের চারটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
খুলনা গেজেট/এম মিলন