খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  জাহাজে ৭ খুনে জড়িতদের বিচার দাবিতে সারাদেশে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি শুরু
  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

অনন্য উচ্চতায় কেমার রোচ

ক্রীড়া প্রতিবেদক
ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের চার উইকেট শিকারের মধ্য দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন কেমার রোচ। ক্যারিবীয় এই পেসারের গতির মুখে পড়েও প্রথম ইনিংসে ৩৬৯ রান সংগ্রহ করে স্বাগতিক ইংল্যান্ড। ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও জোফরা আর্চারের উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের নবম বোলার হিসেবে টেস্টে দুইশ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন কেমার রোচ।
২০০৯ সালের জুলাই থেকে জাতীয় দলের হয়ে ৫৯তম টেস্টে অংশ নিয়ে ২০১ উইকেট শিকার করেছেন রোচ। তার আগে কোর্টনি ওয়ালস (৫১৯), স্যার কার্টলি অ্যামব্রোস (৪০৫), ম্যালকম মার্শাল (৩৭৬), ল্যান্স গিভস (৩০৯), জোল ক্রেমার (২৫৯), মাইকেল হোল্ডিং (২৪৯), গ্যারি সোবার্স (২৩৫) ও অ্যান্ডি রবার্টস (২০২) উইকেট শিকার করেন।
আর মাত্র দুই উইকেট শিকার করলেই ক্যারিবীয় সাবেক তারকা পেসার অ্যান্ডি রবার্টসকে ছাড়িয়ে যাবেন কেমার রোচ। হয়তো ইংল্যান্ডের বিপক্ষে চলমান ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় ইনিংসেই অ্যান্ডি রবার্টসকে ছাড়িয়ে যেতে পারেন ৩২ বছর বয়সী এই অভিজ্ঞ পেসার।

খুলনা গেজেট/এএমআর

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!