অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে যশোরের মণিরামপুরের তিনটি আলুর আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হাসান এ অভিযান পরিচালনা করেন। এ সময় ভাই ভাই ভান্ডার, মেসার্স সরদার ভান্ডার ও মেসার্স পিয়াল বাণিজ্য ভান্ডারে জরিমানা করা হয়।
সহকারী কমিশন আলী হাসান জানান, প্রত্যেকটি আলুর আড়তে সরকার নির্ধারিত দাম ৩৬ টাকার পরিবর্তে ৪৫ টাকা করে বিক্রি করছে। এছাড়া, তারা যে সকল স্থান থেকে আলু কিনছে বলে ভ্রাম্যমাণ আদালতকে বলেছে, তাদের নিকট হতে আলু কেনার কোনো রশিদ দেখাতে পারেনি। তারা আলুর দাম সরকার নির্ধারিত দামের চেয়ে বেশিতে বিক্রি করছে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভাই ভাই ভান্ডারের মালিক মিজানুর রহমান, মেসার্স সরদার ভান্ডারের মালিক হানিফ আলী ও মেসার্স পিয়াল বাণিজ্য ভান্ডারের ব্যবস্থাপক তহিদুল ইসলামকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। এদিকে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার রাজগঞ্জ বাজারে পেট্রোল বিক্রির দোকানে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বিকেলে রাজগঞ্জ বাজারের নিরিবিলি এন্টারপ্রাইজে ও ত্রিমোহনী সড়কের সাথী-বিথি স্টোরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান।
তিনি জানান, দোকানে মূল্য তালিকা না থাকা এবং পেট্রোল বিক্রির অনুমোদন না থাকায় বাজারের নিরিবিলি এন্টারপ্রাইজের মালিক ফারুক হোসেনকে পাঁচ হাজার ও সাথী-বিথি স্টোরের মালিক সালমা খাতুনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় মণিরামপুর ও রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেডি