জেলার বটিয়াঘাটা উপজেলায় শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের এবং খুলনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের মতবিনিময় সভা চলাকালে বটিয়াঘাটা উপজেলা যুবদলের কতিপয় সদস্যের নেতৃত্বে আওয়ামী অনুপ্রবেশকারীদের আতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে জেলা বিএনপি’র সাবেক সদস্য সুলতান মাহমুদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট’র সিনিয়র যুগ্ম-আহবায়ক ব্রজেন ঢালী, বটিয়াঘাটা উপজেলা যুবদলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক নীরুসহ কয়েকজন নেতা আহত হয়েছেন। এঘটনায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্কের সৃষ্টি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট।
বিবৃতিদাতারা অবিলম্বে হামলাকারী আওয়ামী দোসরদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট’র আহবায়ক ডাঃ প্রদীপ দেবনাথ, সদস্য সচিব দীপক কুমার সরদারসহ নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলার ঘটনাটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ায় শৃঙ্খলা ভঙ্গের পাশাপাশি দলের ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন হয়েছে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দলের ভিতর ঘাপটি মেরে থাকা এসব অনুপ্রবেশকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন খুলনা জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ। বিবৃতিতে খুলনার সকল পূজা মন্দিরে যাতে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে নিরাপদে উদযাপন করতে পারে সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তির।
খুলনা গেজেট/কেডি