বাংলাদেশ সফরে নাস্তানাবুদ হয়ে ফিরে গেছে অস্ট্রেলিয়া। তবে এই সিরিজের শুরুতে ঘোষিত দলে ছিলেন না দলের শীর্ষস্থানীয় বেশ কিছু ক্রিকেটার। আর তাতে সন্দেহও ছিল, এই দলের কয়জনই বা সুযোগ পাবেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে!
আসছে বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সব সন্দেহকে মিথ্যে প্রমাণ করে যেখানে অবশেষে বাংলাদেশ সফরের ৯ ক্রিকেটারকে জায়গা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সিরিজই শেষ। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার আর কোনো সিরিজও নেই। ফলে বাংলাদেশ সিরিজ থেকে ৯ জনকে দলে ভিড়িয়েছে অজিরা। তবে এই তালিকার বড় অংশটা বোলারদের। ব্যাটসম্যানদের মধ্য থেকে জায়গা পেয়েছেন কেবল দু’জন।
সিরিজজুড়ে সবচেয়ে ধারাবাহিক মিচেল মার্শ অবধারিতভাবেই জায়গা পেয়েছেন অজিদের দলে। তবে পুরো সিরিজে বেশ ম্লান থাকলেও ম্যাথিউ ওয়েড জায়গা ধরে রেখেছেন বিশ্বকাপের দলে।
নয় জনের মধ্যে মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন সাত জন, বাকি দুই ক্রিকেটার আছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। মার্শ-ওয়েডের সঙ্গে মূল স্কোয়াডে আছেন অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড, আর মিচেল সোয়েপসন। আর অতিরিক্ত দুই খেলোয়াড়, যারা বাংলাদেশ সিরিজ থেকে দলে জায়গা ধরে রেখেছেন তারা হলেন, নাথান অ্যালিস আর ড্যান ক্রিশ্চিয়ান।
অভিষেকের অপেক্ষায় থাকা একজনও আছেন এই দলে। সর্বশেষ ভাইটালিটি ব্লাস্টে দারুণ পারফর্ম করা টপ অর্ডার ব্যাটসম্যান জশুয়া প্যাট্রিক ইংলিস জায়গা করে নিয়েছেন দলে। ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফরে না আসা স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্সরাও এই দলে ঢুকেছেন। চোট কাটিয়ে ফিরেছেন অ্যারন ফিঞ্চও। সব মিলিয়ে অজিদের ব্যাটিং লাইন আপ বাংলাদেশ সফর থেকে বদলে গেলেও, বোলিং আক্রমণ একই থাকার জোর সম্ভাবনাই দেখা যাচ্ছে।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপের দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথিউ ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সুয়েপসন ও জশ ইংলিস।
অতিরিক্ত : ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস ও ড্যানিয়েল স্যামস।
খুলনা গেজেট/এনএম