খুলনা, বাংলাদেশ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীতে ফার্মগেটে বণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে
  গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থী নিহত
  ঝিনাইদহে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালকের মৃত্যু

অজিদের বিপক্ষে আজ নখদন্তহীন টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক

টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে ছিটকে যাওয়ায় এই ম্যাচে হারানোর কিছু নেই বাংলাদেশের। অন্যদিকে অস্ট্রেলিয়ার টিকে থাকতে জয়ের বিকল্প নেই। এমন সমীকরণের মাঝেই সুপার টুয়েলভের ম্যাচে দুবাইতে বিকেল ৪ টায় অজিদের মুখোমুখি হবে টাইগাররা।

দেখতে দেখতে আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জয়হীন থেকেই বিদায় ঘণ্টা বাজতে পারে বাংলাদেশের। ২০০৭ সালে আসা প্রথম ও শেষ জয়টিই এখনো স্মৃতি। এরপর সহযোগী দেশগুলোকে হারালেও, আসল মঞ্চে নখদন্তহীন এক দল।

যদিও এবার দেশ ছাড়ার আগে প্রত্যাশার বাণী শোনানো হয়েছিল সেমিফাইনাল খেলার। তবে কথা আর কাজে আকাশ-পাতাল তফাত। হতশ্রী পারফরম্যান্সে জয়হীন টিম বাংলাদেশ। তবে শেষটা সুন্দর হতে পারে। অস্ট্রেলিয়াকে হারিয়ে টুর্নামেন্টের সমাপ্তি টানলেই কেবল তা সম্ভব। যদিও বা তা কঠিন। তবে ধুঁকতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদরা দেশে ফেরার আগে অন্তত এইটুকু নিজেদের সঙ্গে আনতে পারেন।

বিশ্বকাপের মঞ্চে কখনোই অজিদের হারাতে পারেনি বাংলাদেশ। যদিও আশা জোগাচ্ছে সদ্য শেষ হওয়া ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজ। যেখানে খর্বশক্তির অজিদের বিপক্ষে ৪-১ এ সিরিজ জিতে নিয়েছিল টাইগাররা। তবে খেলাটা যে আজ মিরপুরের বদলে দুবাইতে হবে- এটাই জয় না পাওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াতে পারে।

ইনজুরি জর্জরিত স্কোয়াড নিয়ে চলতি টুর্নামেন্ট শেষ করতে পারলেই যেন হাফ ছেড়ে বাঁচে সবাই। ১৬ সদস্যের দলে এখন পুরো ফিট ১৩ জন। তা দিয়েই আজকের একাদশ সাজাতে হবে। একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে দলের সবথেকে বড় তারকা সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ভোগাবে বাংলাদেশ দলকে।

ব্যাটিং ইউনিট অপরিবর্তিতই থাকতে পারে। লিটন দাস-নাঈম শেখের উদ্বোধনী জুটির পর তিন নম্বরে সৌম্য সরকার। যদিও বা সবাই বাজে সময় কাটাচ্ছেন। তবে এই মুহুর্তে রাসেল ডোমিঙ্গোর হাতে আর ভিন্ন অপশন কই? একাদশে আজকেও উপেক্ষিত থাকতে পারেন মোস্তাফিজুর রহমান।

তার বদলে তাসকিন আহমেদ-শরিফুল ইসলামেই ভরসা করবে টিম ম্যানেজমেন্ট। স্পিন ডিপার্টমেন্টে থাকবে অপরিবর্তিত। মেহেদি হাসানের সঙ্গী অস্ট্রেলিয়া সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি নাসুম। যদিও বা দুবাইয়ের পিচে স্পিনারদের সফল কম হবার সম্ভাবনাই বেশি।

একনজরে দুই দলের সম্ভাবন্য একাদশ 

অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক/অ্যাশটন অ্যাগার, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

বাংলাদেশ : নাঈম শেখ, লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!