Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ২১শে আগস্ট, ২০২৫ । ৬ই ভাদ্র, ১৪৩২

ই-পেপার

Edit Content

সাতক্ষীরায় হেফাজতের ডাকা হরতালের কোন প্রভাব পড়েনি, মাঠে আওয়ামী লীগ

সাতক্ষীরা প্রতিনিধি

হেফাজত ইসলামের ডাকা দেশব্যাপি হরতালে সাতক্ষীরায় কোন প্রভাব পড়েনি। রোববার সকাল থেকে সাতক্ষীরা থেকে জেলার আটটি রুটে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঢাকাগামি কোন পরিবহন ছাড়ে যায়নি।

বেলা বাড়ার সাথে সাথে শহেরর দোকানপাট খুলতে শুরু করে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে হাজিরা স্বাভাবিক রয়েছে। সকালে শহরের বিভিন্ন পয়েন্টে র‌্যাব ও পুলিশ টহল দিতে দেখা গেছে। হরতালের সমর্থনে কোন মিছিল ও সমাবেশ লক্ষ্য করা যায়নি। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে বেলা ১০ টার দিকে শহরের খুলনা রোডের মোডে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা হরতাল বিরোধী অবস্থান গ্রহণ করে সেখানে সমাবেশের আয়োজন করে। সমাবেশে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন